বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে এবং কোলকাতার মেডিকা হসপিটাল এর সহযোগিতায় ২৯ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় আগরতলার আনন্দময়ী আশ্রমে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আজ বিশ্ব হার্ট দিবস। প্রতিবছরের মতো আজও গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তরে নানাবিধ উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে এই হার্ট দিবস প্রতিপালন করা হচ্ছে। বিশেষ করে যেহেতু এই সময়ের মধ্যে ঈদ যন্ত্রজনিত বিভিন্ন সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, তার জন্য প্রয়োজনীয় সচেতনতার রাস্তা অবলম্বন করার আহ্বান জানিয়েই আজকের এই দিনটি প্রতিপালিত হচ্ছে। এদিকেবিশ্ব হার্ট দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে এবং কোলকাতার মেডিকা হসপিটাল এর সহযোগিতায় আগরতলার আনন্দময়ী আশ্রমে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন কোলকাতা মেডিকা হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা দেবপ্রিয় মন্ডল ও গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডা প্রদীপ্ত কুমার শেঠি। অতি প্রয়োজনীয় এই স্বাস্থ্য এবং চিকিৎসা শিবির ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুন তৎপরতা পরিলক্ষিত হয়। এদিকেই স্বাস্থ্য শিবির থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন প্রকারের উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য দ্রুততার সাথে এগিয়ে আসার আহ্বান রাখেন এবং এর পাশাপাশি সার্বিকভাবে সচেতনতার রাস্তায় হাঁটার আহ্বান জানান। গোটা বিষয় নিয়ে রোটারি ক্লাব অব আগরতলার তরফ থেকে দাবী করা হয়েছে এই সময়ের মধ্যে প্রতি বছরের ক্যালেন্ডার কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই বিশেষ দিনে এই গুরুত্বপূর্ণ আয়োজন।