একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন মা-বাবা !

3 Min Read
ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন মা-বাবা ! Melaghar Tripura | Planet Tripura News

একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন মা-বাবা!

নিজের একমাত্র নাবালক পুত্র সন্তানের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় মা বাবা। জানা গেছে মেলাঘর আর ডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের আশীষ কুমার ভৌমিকের ১৪ বছরের একমাত্র পুত্র সন্তান কিষান ভৌমিকের গত ৫-৬ মাস আগে চোখের সমস্যা দেখা দেয়। পরে আশিষ কুমার ভৌমিক জিবি হাসপাতাল সহ গৌহাটিতে নিয়ে গিয়ে ছেলের চক্ষু চিকিৎসা করান কিন্তু চিকিৎসকরা তার চোখের কোন সমস্যা খুঁজে পায়নি। তার কিছুদিন পর কিষান ভৌমিক ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। তার এই অসুস্থতার পর জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। হাসপাতালের চিকিৎসকরা তার কোন রোগ খুঁজে পাচ্ছিলেন না পরে তাকে বহি রাজ্যের কলকাতা এবং ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা কিষান ভৌমিকের শরীরে এক বিরল ও অদ্ভুত রোগের সন্ধান পায়। চিকিৎসকরা জানিয়েছেন কিষান ভৌমিকের ভাইরাল ইনফেকশন হয়েছে যাকে বলা হয় এস এস পি ই। চিকিৎসকরা আশীষ কুমার ভৌমিক কে স্পষ্টভাবে জানিয়ে দেন এটা এমনই একটি অদ্ভুত রোগ যার কোন ঔষধ ভারতবর্ষে এখনো আবিষ্কৃত হয়নি। তবে তাকে সুস্থ থাকতে হলে প্রতিদিন ঔষধ ব্যবহার করতে হবে। সেখান থেকে আশীষ কুমার ভৌমিক উনার ছেলেকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর গত কিছুদিন ধরে তার কথা বলা বন্ধ হয়ে যায় এবং ঘরের মধ্যে লাফালাফি করছে। এই অবস্থায় কিষানের বাবা আশীষ কুমার সাহা ছেলের এই অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েন। অবশেষে নিরুপায় হয়ে আসিষ কুমার ভৌমিক মঙ্গলবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জানিয়েছেন ছেলেকে সুস্থ করে তুলতে উনার যা কিছু অর্থ সম্বল ছিল সবকিছু শেষ করে দিয়েছেন কিন্তু ছেলেকে সুস্থ করে তুলতে পারেননি। গত কিছুদিন আগে আগরতলার এক চিকিৎসক কিষান ভৌমিককে ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে রেফার করে দেন কিন্তু অর্থের অভাবে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাকে। তিনি আরো জানিয়েছেন একমাত্র ছেলেকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল, ছেলের সাহায্যের জন্য মেলাঘর ইংলিশ মিডিয়াম স্কুলে লিখিত আকারের সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন, বিদ্যালয় এর প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে সাহায্যের টাকা নিয়েছিলেন কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত আশিস কুমার ভৌমিকের কাছে পৌঁছায়নি তা নিয়ে তিনি সাংবাদিকদের কাছে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। তাই মঙ্গলবার সকালে কিষান ভৌমিকের অসহায় মা বাবা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে একমাত্র ছেলেকে সুস্থ করে তুলতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আরজি জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version