বিশ্বকর্মা পূজা উপলক্ষে শান্তির বাজার পূর্ত দপ্তরের অফিসে কচি কাচাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শান্তির বাজার পূর্ত দপ্তরের এক্সিউটিভ তাপস মারাক ও এস ডি ও প্রবীর বরন দাসের উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।পূর্ত দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগীতায় তিনটি বিভাগে অংশগ্রহনকারীদেরমধ্যে প্রথম থেকে দশম স্থান অধীকারীদের মধ্যে পূজার দিন রাত্রিবেলায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরষ্কার বিতরন করাহয়। পূর্ত দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত অঙ্কন প্রতিযোগীতায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করলো আদ্রিয়ান বর্মন, দ্বীতিয় স্থান অর্জন করলো রুদ্র চক্রবর্তী, তৃত্বীয়স্থান অর্জন করলো শিবাঙ্গী মজুমদার। দ্বীতিয় বিভাগে প্রথমস্থান অর্জন করলো জয়ত্রী বৈদ্য, দ্বীতিয়স্থান অর্জন করলো তানিয়া দেবনাথ, তৃত্বীয়স্থান অর্জন করলো প্রীয়া দাস। তৃত্বীয় বিভাগে প্রথমস্থান অর্জন করলো সুপ্রদ্বীপ দাস, দ্বীতিয়স্থান অর্জন করলো আরোহী সরকার ,তৃত্বীয় স্থান অর্জন করলো শায়ন্তনী দেবনাথ। পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠীত করাহয় সাংষ্কৃতিক অনুষ্ঠান।