বিশ্রামগঞ্জ প্রমোদনগর দ্বাদশ শ্রেণী স্কুলে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে ছাত্র ছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে !

1 Min Read
bisramganj

 

প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা মৌসুমি দেববর্মা কে ট্রান্সফার করার প্রতিবাদে শনিবার সকাল ১০ ঘটিকা থেকে স্কুলের ছাত্র ছাত্রীরা স্কুলে তালা লাগিয়ে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ করে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের প্রিয় ম্যাম মৌসুমি দেববর্মা কে পুনরায় প্রমোদনগরে হায়ার সেকেন্ডারি স্কুলে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে। ছাত্র-ছাত্রীরা স্কুল তালা দেওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকাও স্কুলের বাইরে দাঁড়িয়ে আছেন।স্কুলের প্রধান শিক্ষক সুনীল দেববর্মা জানান সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে এমত অবস্থায় ছাত্র-ছাত্রীরা যদি বেশিক্ষণ রাস্তায় থাকে তাহলে তাদের শরীর অসুস্থ হতে পারে বলে তিনি দুশ্চিন্তায়‌।সুনীল দেববর্মা উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে জানান।এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিগত কয়েক মাস পূর্বেও এই শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্ররা খুলে তালা ঝুলিয়ে সড়ক অবরোধ নামে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version