আগুনে পুড়ে ছাই কৃষকের বসত ঘর! ঘটনাটি ঘটেছে জম্পুই জলা আর ডি ব্লকের অন্তর্গত জগাই বাড়ি এডিসি ভিলেজে

2 Min Read
Planet Tripura

 

আগুনে পুড়ে খাক এক গৃহস্থ্য কৃষকের বসত ঘর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন রাত্রিবেলায় জম্পুই জলা আর ডি ব্লকের অন্তর্গত জগাই বাড়ি এডিসি ভিলেজ এলাকায়। জগাই বাড়ি এডিসি ভিলেজ এলাকার এক ক্ষুদ্র কৃষক রণকুমার দেববর্মা ৫০ এবং তার স্ত্রী বুদ্ধ লক্ষী দেববর্মা। অসহায় এই কৃষক এবং তার স্ত্রী বৃহস্পতিবার দিন বেড়াতে গিয়েছিল সমতল আমতলী এলাকায় ছেলের বাড়িতে। বাড়িতে তখন কেউ ছিলনা। ঘরে তালা দিয়ে কৃষক দম্পতি গিয়েছিল তার ছেলের বাড়িতে।। হঠাৎ করে রাত্রিবেলায় খবর যায় কৃষক দম্পতির কাছে যে তাদের বসতঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। গ্রামের মানুষ একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনার স্থলে ছুটে যাবার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কৃষক দম্পতির বসতঘর। ছেলের বাড়ি থেকে রাত্রিবেলায় দৌড়ে জগাই বাড়ি এলাকায় আসে কৃষক দম্পতি। কৃষক দম্পতি বাড়িতে আসার আগেই সমস্ত কিছু শেষ হয়ে যায়। বাড়ির অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে থাকে অসহায় কৃষক দম্পতি। শুক্রবার দিন সকালবেলা কৃষক দম্পতি জানায় তাদের বসত ঘরে ছিল গোলা ভর্তি ধান এবং ডেগ ভর্তি চাল। পুরো বছরের ধান এবং চাল মজুদ করে ঘরে রাখতেন সবসময় কৃষক দম্পতি। গোলা ভর্তি ধান ডেগ ভর্তি চাল এবং ঘরের বিছানা বাসনপত্র মূল্যবান জিনিস যা ছিল সমস্ত কিছু আগুনে পুড়ে খাক হয়ে যায়। সারা বছর কি খাবে ভেবে পাচ্ছে না এই অসহায় কৃষক দম্পতি। কৃষক দম্পতি এবং বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর প্রাথমিক অনুমান বিদ্যুৎ সার্কিট থেকেই হয়েছে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এই অগ্নিকাণ্ড একেবারে নিঃস্ব অসহায় করে দিল কৃষক দম্পতি রণকুমার দেব বর্মা এবং তার স্ত্রী বুদ্ধ লক্ষী দেববর্মাকে। চোরে নিলে কয় টাকার জিনিস নেয়?? কিন্তু ব্রহ্ম দেব লোভ করলে সমস্ত কিছু নিয়ে একেবারে নিঃস্ব করে দেয়__অসহায় কৃষক দম্পতির বাড়ির অগ্নিকাণ্ড দেখে এমনটাই বলছে জগাই বাড়ি এলাকার লোকজন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version