খাদ্য দপ্তরের জি বি বাজারে হানা । Food Department’s attack on GB market.

1 Min Read
Planet Tripura

সদর এস ডি এম ফুড কন্ট্রোলার পক্ষ থেকে আজ জিবি বাজারে বিভিন্ন মিষ্টি দোকান, রেস্টুরেন্ট ও হোটেলে গুলিতে গুণমান খাবার ,ওজন ও পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা সেই নিয়ে এক অভিযান চালানো হয়।।এই অভিযানে বিভিন্ন দোকানে ওজন পরিষ্কার পরিচ্ছন্নতা ও গুণগত খাবার না থাকার কারণে কয়েকটি দোকানে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।। এই অভিযানে দুটি সিলিন্ডার, প্লাস্টিক ব্যাগ উদ্ধার করে এবং যেসব দোকানগুলোতে পরিষ্কার পরিছন্নতা নেই সেই সব দোকানদারের জরিমানা করা হয়।। এই অভিযানে উপস্থিত ছিলেন সদর ডি সি এম অনিন্দ্য চক্রবর্তী, খাদ্য কন্ট্রোলার প্রদীপ ভৌমিক, ফুড ইন্সপেক্টর শর্মিষ্ঠা দাস এবং কিষান সাহা ফুড ইন্সপেক্টর তাছাড়া লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অফিসাররা ।।এইবিষয়ে বিস্তারিত বলেন ডি সি এম ও খাদ্য কন্ট্রোল অফিসার প্রদীপ ভৌমিক।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version