মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি প্রকাশ্যে । বিজেপি ত্রিপুরা | Bikash Debbarma | Planet Tripura News

2 Min Read
মন্ত্রী বিকাশ দেববর্মার দুর্নীতি প্রকাশ্যে । বিজেপি ত্রিপুরা | Bikash Debbarma | Planet Tripura News

মন্ত্রী বিকাশকে নিয়ে থামছে না রাজ্যব্যাপী প্রতিক্রিয়া, এবার নতুন কেচ্ছা সামনে, নিজের জামাতাকে ব্যবহার করে অন্যের জমি দখল করে প্রাসাদ সম হোটেল তৈরিতে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ, সাধারন্যে ব্যাপক প্রতিক্রিয়া। ত্রিপুরা রাজ্যে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে বিকাশ দেব বর্মাকে নিয়ে তোলপাড় হয়েছে অধিবেশন। বিশেষ করে বিরোধী দলের সদস্য সুদীপ রায় বর্মন তথ্যসমৃদ্ধ আকারে অভিযোগ করে দাবি করেছিলেন জনজাতিদের জন্য বরাদ্দকৃত প্রায় দেড় সহস্রাধিক কোটি টাকা কেলেঙ্কারি করেছে রাজ্যের মন্ত্রী। সেদিন সুদীপ বাবু দাবি করেছিলেন নামে বেনামে বিকাশ দেববর্মা একাধিক বাড়ি, পেট্রোল পাম্প করা সহ বন দপ্তর এবং বিভিন্নভাবে মানুষের জায়গা বেদখল করে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ বাড়িয়ে তুলছে।আশ্চর্যজনকভাবে সেদিন সংশ্লিষ্ট অভিযোগের বিরুদ্ধে ট্রেজারি বেঞ্চের তরফ থেকে কাউকে কিছু বলতে শোনা যায় নি।আজ বিকাশ দেববর্মার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের একটা অংশের সত্যতা প্রকাশিত হতেই রাজ্যজুড়ে তোলপার পরিবেশ।হাতাইকতর অর্থাৎ বড়মুরার প্রায় শেষ প্রান্তে চম্পক নগরের সাধুপাড়া সন্নিহিত এলাকায় ১৭ একর জায়গা অবৈধভাবে দখল করে নিয়েছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বাবু। দখল কৃত এই জায়গাতে নিজের বড় মেয়ের জামাতা বিন্দু জমাতিয়া আবার মন্ত্রীর সিএ হিসেবে কর্মরত, উনার নামে প্রাসাদ সম অট্টালিকা তৈরি করছে, যেখানে সর্ব সুবিধা যুক্ত আধুনিক মানের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে বলে খবর। সংশ্লিষ্ট বিষয় নিয়ে মন্ত্রী অথবা মন্ত্রীর জামাতার কোন প্রতিক্রিয়া এখনও পর্যন্ত সামনে না আসলেও, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিধানসভায় কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত অভিযোগ ধীরে ধীরে সত্য প্রমাণিত হচ্ছে।এদিকে বিজেপি দলের আভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত খবরের নির্যাস হচ্ছে এরকম, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশকে নিয়ে যথেষ্ট বিব্রত অবস্থায় রাজ্য বিজেপি, ইতিমধ্যে গাদা গাদা রিপোর্ট কেন্দ্রীয় স্তরে জমা পড়েছে। খুব সহসাই শুধুমাত্র বিকাশ বাবুর মন্ত্রিত্ব যাচ্ছে ঘটনা তা না , বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিভিন্ন আঙ্গিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গৃহীত হতে চলেছে বলে খবর।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version