বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘুষখোর অভিযোগ গাড়ি চালকদের | থানার অত্যাচারে অতিষ্ঠ গাড়ি চালকরা

1 Min Read
বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘুষখোর অভিযোগ গাড়ি চালকদের | Planet Tripura | Bishramganj Police Station

বুধবার দুপুরে সমস্ত গাড়ি চালকরা ঘেরাও করলো বিশ্রামগঞ্জ থানা_গাড়ি চালকরা থানা বাবুদের অত্যাচারে অতিষ্ঠ। ফাইন এরপর ফাইন ফাইনের পর ফাইন_যদি কোন গাড়ি চালকের কাছে ফাইন এর টাকা না থাকে তাহলে জল এবং মেঘনা বিড়ি পর্যন্ত ঘুষ দিতে হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশকে। গাড়ি চালকদের অভিযোগ রাজ্যের মধ্যে সবচেয়ে ঘুষখোর থানা হল বিশ্রামগঞ্জ। তাদের অত্যাচারে প্রাণ যাবার অতিক্রম গাড়ি চালকদের। গাড়ি চালকরা বুধবার দিন থানা ঘেরাও করে তাদের ক্ষোভ উগরে দিয়ে সংবাদ প্রতিনিধিকে জানান আজকে জবাব দিতে হবে তাদের না হলে আমরা সমস্ত গাড়ি চালকরা সবগুলো গাড়ি থানার মধ্যে এনে চাবি দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। তাদের অত্যাচারে অতিষ্ঠ আমরা। ভয়ে বিশ্রামগঞ্জ থানা গেট লাগিয়ে থানার মধ্যে বসে আলাপ আলোচনা করছে অফিসাররা কিভাবে তাদের রোষানল থেকে বাঁচা যায়। শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয়ে যানবাহন চালকদের নেতৃত্বদের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে এবং প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে শ্রমিকদের সঙ্গে আর এরকম করবে না পুলিশ। এরপর শ্রমিকরা শান্ত হয়ে বেরিয়ে যায় ঠিক কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে এসেছে ফের কোন সময় এমন করলে তারা জাতীয় সড়ক অবরোধ করবে

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version