একের পর এক চুরির ঘটনা ঘটে চলছে উদয়পুর শহরে। ঘটনা বিবরনে জানা যায় গোমতী জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত রাধা কিশোর পুর থানাধীন পূর্ব গকুলপুর এলাকার অনাদি চৌধুরী নামে ব্যক্তির বাড়ি থেকে সোমবার দুপুর নাগাদ প্রায় ৯০ হাজার টাকা সহ ৬ ভরি স্বর্ণ, তিন ভরি রুপা অলংকার দিন-দুপুরে চুরি করে নিয়ে যায় কে বা কাহারা। পরিবারের লোকজন কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল, কাজের থেকে ফিরে এসে অনাদি চৌধুরী স্ত্রী নন্দিতা দে চৌধুরী দেখতে পায় ঘরের দুইটি জানালার গ্রিল ভাঙ্গা ও আলমিরা জামা কাপড় গুলি লন্ডভন্ড অবস্থায় অবস্থা। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করলে চারদিকের লোকজন ছোটাছুটি করে আসে এবং সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন এসে দেখতে পায় সুটকেস ও আলমিরা থেকে দেখতে পায় প্রায় ৮০ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার, তিন ভরি রুপা অলংকার চোরের দল চুরি করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানায়, রাধাকিশোর পুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে যায়। দিন দুপুরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।