বিদ্যুত দপ্তরের উদাসীনতার কারণে মার খাচ্ছে বিদ্যুৎ কর্মীরা। একদিকে দপ্তরের কর্মী স্বল্পতা অন্যদিকে দপ্তরের আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলেছে খোদ বিদ্যুৎ কর্মীরা । দিনের পর দিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা লাঞ্ছিত, এমনকি আক্রান্ত হতে হচ্ছে জনগণের হাতে। অভিযোগ বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের জানিয়ে বিদ্যুৎ দপ্তরের লাইন সারাইয়ের কর্মীরা নিরাপত্তা পাচ্ছে না বলে অভিযোগ। গত শনিবার রাতে বিদ্যুৎ এর লাইন সারাই করতে গিয়ে বিলোনিয়া শংকর মঠ এলাকায় কয়েকজন অতি উৎসাহী নারি পুরুষের হাতে আক্রান্ত তিন বিদ্যুৎ কর্মী এমনই অভিযোগ তুলে আজ সকালে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিয়ে পথ অবরোধ করে বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্মীরা। দোষীদের গ্ৰেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অবরোধ করে বিলোনিয়া পুরাতন টাউন হল রোড। ঘটনাস্থলে পুলিশ। এরপর সিনিয়র ম্যানেজারের আশ্বাসে অবশেষে রাস্তা অবরোধ মুক্ত করলেও। অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দেয় ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা। তাদের অভিযোগ বিদ্যুৎ নিগমের অফিসে এসেও নাকি কিছু লোকজন হুমকি এমনকি মারধর করেছে। বিদ্যুত কর্মীরা জানায় পরেও কোন পদক্ষেপ নিচ্ছে না। এমনকি পুলিশ প্রশাসন তাদের সাহায্য করছে না বলে অভিযোগ রয়েছে। তারা নিরাপত্তা যতদিন পাচ্ছে না, তত দিন বিদ্যুৎ লাইনের সারাইয়ের কাজে যোগ দেবে না বলে সাফ জানিয়ে দেয় ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা।