বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার সোনামুড়া বটতলী এলাকাতে | Sonamura Battali Rescue Python Snake | Tripura

1 Min Read

দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা এন ডি পি এস মামলার অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হলো পুলিশ। জানা গেছে বেশ কিছুদিন আগে আমতলী থানার পুলিশের হাতে ধরা পড়েছিল বেশকিছু নেশা জাতীয় ব্রাউন সুগার। পরে আমতলী থানার পুলিশ গত ১৯ আগস্ট একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে জানতে পারে এই অবৈধ নেশা ব্যবসার সাথে জড়িত শচীন্দ্রলাল এলাকার বাদল মিয়া নামে এক যুবক কিন্তু মামলা নথিভূক্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিল। অবশেষে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী অফিসার মামুন উল্লা কাজী শচীন্দ্রলাল এলাকা থেকে অভিযুক্ত বাদল মিয়াকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে আমতলী থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে বলেছেন অভিযুক্ত বাদল মিয়াকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version