নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর:
বৌদ্ধিক অক্ষমতা সম্পন্ন শিশুরা বোঝা নয়—এমন বার্তা দিয়ে তাদের অভিভাবকদের মানসিকতা বদলের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।
শনিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে বৌদ্ধিক অক্ষম ব্যক্তিদের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে বলেন,
“এই শিশুদের সহানুভূতির চোখে না দেখে, তাদের ব্যক্তি সত্ত্বার বিকাশ ঘটিয়ে প্রকৃত অর্থে স্বাবলম্বী করে তুলতে হবে।”
তিনি আরও জানান, সরকার বরাবরই দিব্যাংগ ও বৌদ্ধিক অক্ষম নাগরিকদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে আসছে। সমাজের সম্মিলিত প্রচেষ্টা আগামী দিনে এই শিশুদের অন্যান্যদের মতো এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন স্তরের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।