ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে সরব হচ্ছে মথা দল। কিছুদিন পরপর সাংবাদিক সম্মেলন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে তারা এই ইস্যুতে জনমত গঠন করছেন।
সম্প্রতি মথার পক্ষ থেকে ১৩ই অক্টোবর রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্ধের আহবান জানানো হয়েছে, যাতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা যায় এবং অনুপ্রবেশকারীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো যায়।
এক সাংবাদিক সম্মেলনে দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করেছেন, পার্শ্ববর্তী আসামে ডিটেনশন ক্যাম্পের মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তিনি বলেন, কোর্ট থেকে জামিন পাওয়ার ফলে অনুপ্রবেশকারীরা ত্রিপুরায় থেকে যাচ্ছেন।
মূল বক্তব্যে তিনি জানান, সরকারের শরিক মথা দলের পদক্ষেপ আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত ক্ষেত্রে বিজেপি দলের ওপর বড় চাপ তৈরি করবে।