সিপাহিজলায় আদি কর্মযোগী অভিযান শুরু
সিপাহিজলা জেলায় আদি কর্মযোগী অভিযানের আওতায় ৩৮টি গ্রাম বাছাই করা হয়েছে। এই অভিযানের মূল নীতি হলো সেবা, সমর্পণ ও সংকল্প।
ভারত সরকার এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনজাতির জীবনমান উন্নয়নের উদ্যোগ নিয়েছে। জেলায় গঠন করা হবে জয়েন্ট টিম, যা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে কোন পরিবার কোন সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে বা পায়নি।
উভয় নতুন রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিদ্যুৎ ও পানীয় জল সংযোগ, এসটি-এসসি সার্টিফিকেট, শিক্ষা ও রাস্তাঘাট—সব সরকারি প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে টিম কাজ করবে।
জেলা শাসক ডঃ সিদ্ধার্থ শিব জয় ২৩ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হওয়ার আগে সিপাহিজলা জেলাশাসকের অফিসে সকল লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বৈঠক করে কার্যক্রমের খুঁটিনাটি তুলে ধরেছেন।