বিলোনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে মন্ত্রী শুক্লাচরণ নায়াতিয়া এবং জেলা সভাধিপতি সাথে প্রতিনিধিমূলক সৌজন্য সাক্ষাৎ।
বৃহস্পতিবার দুপুর দেরটায় বিলোনিয়া প্রেস ক্লাব এবং দক্ষিণ জেলা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধীপতি দীপক দত্তের সাথে প্রতিনিধি মূলক সৌজন্য সাক্ষাৎতে মিলিত হন এক প্রতিনিধি দল । আজ দুপুর দেড়টা নাগাদ মূলত জেলার বিভিন্ন উন্নয়ন মূলক দিকগুলি এবং বিভিন্ন কাজকর্ম নিয়ে এই সাক্ষাতে আলোচনা হয় মন্ত্রী ও জেলা সভাধিপতির সাথে।পাশাপাশি বিলোনিয়া সহ গোটা দক্ষিণ জেলার সাংবাদিকদের কল্যাণেও কথাবার্তা হয়। সোহার্দ্যপূর্ণ এই সৌজন্য মূলক সাক্ষাতে সমগ্র আলোচনা শেষে মন্ত্রী এবং সভাধিপতি সাংবাদিকদের আশ্বস্ত করেন বিষয়গুলি মানবিকভাবে দেখা হবে, এবং অতি সম্প্রতি জেলার সমস্ত সাংবাদিকদের সাথে আলোচনায় বসবেন সভাধিপতিকে সাথে নিয়ে মন্ত্রী নিজে। আজকের এই সৌজন্য সাক্ষাৎ কালে প্রতিনিধি দলে ছিলেন বিলোনিয়া প্রেস ক্লাবের সম্পাদক স্নেহাশীষ চক্রবর্তী, সহ সম্পাদক প্রতাপ দেববর্মা, কোষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, প্রেস ক্লাবের সদস্য হারাধন পাল। এই বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন বিলোনিয়ার প্রেস ক্লাবের সম্পাদক স্নেহাশীষ চক্রবর্তী।