বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার NDPS মামলায় অভিযুক্ত গাঁজা কারবারি!
বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিল এনডিপিএস মামলায় অভিযুক্ত। আর সেই বিয়ে বাড়ি থেকেই পলাতক আসামিকে পাকড়াও করেন পুলিশ। উল্লেখ্য,গত ২৪ এপ্রিল বিশ্রামগঞ্জ থানার পুলিশ চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকার মেকানিক সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ড্রামভর্তি শুকনো গাঁজা উদ্ধার করেছিল। সুলতান মিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে বাইক স্কুটি সারাই করেন। সুলতানের ছেলে নাসির উদ্দিন কিছুদিন আগে বিদেশ থেকে এসেই গাঁজার ব্যবসায় নেমে পড়েন বলে অভিযোগ। পুলিশ গোপন খবরের ভিক্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে এই শুকনো গাঁজা উদ্ধার করে নাসির উদ্দিনের বিরুদ্ধে NDPS মামলা নথিভুক্ত করেন।এতদিন ধরে অভিযুক্ত পলাতক ছিলো। মঙ্গলবার গভীর রাতে নাসিরের বাড়ির পাশেই একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিলো। পুলিশের কাছে খবর ছিল সেই বাড়িতে নিমন্ত্রণ খেতে যোগ দেবেন নাসির। বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে পুলিশ গভীর রাতে সেই বাড়ি বাড়িতে হানা দিয়ে এনডিপএস মামলার পলাতক আসামি নাসির উদ্দিনকে গ্রেফতার করেন। বুধবার দুপুরে অভিযুক্তকে তাকে বিশালগড় আদালতে প্রেরণ করা। বিস্তারিত জানিয়েছেন ওসি সুবিমল দেবনাথ