চড়িলাম বিধানসভা কেন্দ্রের ইটখলা অঞ্চলের ১৪ টি পরিবারের ৬১ জন জনজাতি ভোটার ত্রিপরা মথা- বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করেন। তাদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে অবস্থিত প্রদেশ কংগ্রেসের মূল কার্যালয়ে এক সংক্ষিপ্ত কর্মসূচির মাধ্যমে চড়িলাম বিধানসভা কেন্দ্রের ইটখলা অঞ্চলের ১৪ পরিবারের ৬১ জনজাতি ভোটার মথা এবং বিজেপি দল ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছে বলে কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে।গোটা বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অন্যান্য নেতৃত্ব দের পাশে রেখে দাবী করেছেন চরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইট খলা এলাকার ভোটাররা এই যোগদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। স্বদেশ কংগ্রেস সভাপতি নবাগতদের স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন সকলকে নিয়েই আগামী দিনে জনজাতিদের উন্নয়নে ভূমিকা পালন করা যাবে।এর পাশাপাশি আশীষ কুমার সাহা দাবী করেছেন আগামী 23 শে সেপ্টেম্বর এক কর্মসূচি রয়েছে এই কর্মসূচির মাধ্যমে আরো বিপুলসংখ্যক বিভিন্ন দলের কর্মী সমর্থকরা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করবে।